• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাব্বি’র কণ্ঠে হাবিবা বেগমের গান 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০২ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম;
রাব্বি’র কণ্ঠে হাবিবা বেগমের গান 
রাব্বি’র কণ্ঠে হাবিবা বেগমের গান 

জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘কামরুজ্জামান রাব্বি’ সব সময় রুচিশীল গান উপহার দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রতিশ্রিুতিশীল গীতিকার হাবিবা বেগম এর কথায় ‘নয়নজলে ভাসি’ শিরোনামে একটি লোক বিচ্ছেদী ধারার লোকগানে কণ্ঠ দিলেন তিনি। তরুন সুরকার হাবিব মোস্তফা’র সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ।.

গানটি সম্পর্কে কামরুজ্জামান রাব্বি বলেন, হাবিব মোস্তফা একজন মেধাবী সুরকার ও বিনয়ী মানুষ। তার পরিশলীত সুরে আমি এর আগেও একাধিক গান করেছি। ‘নয়নজলে ভাসি’ গানটি গাওয়ার সময় গানের বাণী ও সুরের যুগল মিলনে ভেতর থেকে একটি ব্যক্তিগত ভাললাগা অনুভব করেছি। আশা করছি, আমার গানের শ্রোতারা তাদের পছন্দমত ভাল কাজ পেতে যাচ্ছে।.

গানটির গীতিকার হাবিবা বেগম বলেন, এ প্রজন্মে যারা গান করছে- তাদের মধ্যে রাব্বি’র গান আমার সবচেয়ে পছন্দ।আমি মূলত কবি। আমার কাব্যে সুরারোপ করে তাকে গানে রূপান্তর করেছেন ছোট ভাই, জনপ্রিয় সুরকার হাবিব মোস্তফা এবং গানটি তৈরীতে সর্বাত্মক সহযোগিতা করেছেন বিশিষ্ট কবি ও গবেষক ড. তপন বাগচী। তাদের দুজনের কাছে কৃতজ্ঞতা। গানটির সাফল্য, পরবর্তী কাজে অনুপ্রেরণা পাবো।.

হাবিব মোস্তফা বলেন, কামরুজ্জামান রাব্বি দরদি কণ্ঠের অধিকারী। রাব্বি’কে নতুন করে পরিচয় করে দেবার কিছু নেই। সে ম্যাজিক বাউলিয়ানায় শীর্ষসারিতে ছিল। আমি ব্যক্তিগতভাবে তার গানের শ্রোতা। গানটি সুর করার সময় ‘শ্রোতাদের প্রিয় রাব্বি’র কণ্ঠকে নিজের মধ্যে ধারণ করেছি। খুব ভাল একটি কাজ হয়েছে-এ জন্য নিজের মধ্যেও ভাললাগা কাজ করছে। আশা করি, রাব্বিভক্তরা একটি ভাল গান পেতে যাচ্ছে।.

ভালবাসা দিবস উপলক্ষ্যে লিরিক্যাল ভিডিও আকারে জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হবে।.

.

ডে-নাইট-নিউজ /

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ